বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, দীনেশ দাস গত ২৬ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। রবিবার দুপুর ১টার দিকে স্থানীয়রা নদীর তীরে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নৌ-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
নৌ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ এসআই রবিউল ইসলাম জানান, "সুরতহাল রিপোর্ট শেষে লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। মরদেহ নদীতে ভেসে যাওয়ায় এবং পচে গলায় মৃত্যুর প্রকৃত কারণ চিহ্নিত করা যায়নি। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।"
দীনেশ দাসের পরিবারের সদস্যরা এখনও নিশ্চিতভাবে বলতে পারছেন না, তাঁর মৃত্যু কেন ঘটেছে। এলাকাবাসীও মর্মাহত হয়ে ঘটনাস্থলে সমবেদনা প্রকাশ করেছেন।
নৌ পুলিশ নিহত যুবকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং ময়না তদন্তের পর যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
প্রতিবেদক- আসাদ ইসলাম, পাইকগাছা, খুলনা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...