বিজ্ঞাপন
আজ রোববার (৩০ নভেম্বর) ভোররাতে উপজেলার খাগড়বাড়িয়া গ্রামের তিন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—কাপড় ব্যবসায়ী বাদল খান (৬০) ও ইজিবাইক চালক হাদিয়ার খান (৩০)। বর্তমানে তারা গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। বাদল খান রামদিয়া বাজারের একজন কাপড় ব্যবসায়ী এবং আহত হাদিয়ার তার ভাতিজা।
আহত বাদল খানের স্ত্রী শাহানাজ খানম জানান, ফজরের নামাজ শেষে তার স্বামী অসুস্থ ভাবিকে দেখতে ভাতিজা হাদিয়ার খানের ইজিবাইকে করে রামদিয়া থেকে পাশ্ববর্তী কামারোল গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। ভোর ৫টার দিকে তারা খাগড়াবাড়িয়া তিন ব্রিজ এলাকায় পৌঁছালে রাস্তার মাঝে বাঁশ ফেলে ইজিবাইকের গতিরোধ করে ৬-৭ জন মুখোশধারী দুর্বৃত্ত। তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল।
তিনি আরও বলেন, দুর্বৃত্তরা প্রথমে ইজিবাইক চালক হাদিয়ারকে এবং পরে বাদল খানকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এরপর তাদের কাছে থাকা নগদ টাকা লুট করে ইজিবাইকটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনা নিশ্চিত করে ভোরের বাণীকে বলেন, “বিষয়টি আমরা জেনেছি। ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার এবং জড়িতদের গ্রেফতারে আমরা কাজ করছি। তবে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...