Logo Logo

নাসিরনগরে জামায়াত প্রার্থী আমিনুল ইসলামের সমর্থনে বিশাল সমাবেশ ও গণমিছিল


Splash Image

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, জেলা জামায়াতে ইসলামের মজলিশে শূরা সদস্য ও উপজেলা আমির অধ্যাপক এ কে এম আমিনুল ইসলামের সমর্থনে বিশাল সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার ভরিশ্বর ইউনিয়নের শ্রীগর এলাকা থেকে এই গণমিছিল শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক পর্যন্ত অগ্রসর হয়। দীর্ঘ রাস্তাজুড়ে বিপুল সংখ্যক মানুষের ঢল নামে এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নেন।

গণমিছিলে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রফেসর সিরাজুল ইসলাম, সাবেক আমির সায়েদ আলী, যুব বিভাগের লুৎফর রহমান রমজান সহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, নাসিরনগরের মানুষ শান্তি ও স্থিতিশীলতা চায়, আর আজকের বিপুল জনসমাগম তারই বহিঃপ্রকাশ। বক্তাদের দাবি—শান্তির প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে নাছিরনগরে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হিন্দু-মুসলমান সকলের ভালোবাসায় দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম বিজয়ী হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...