বিজ্ঞাপন
মাসখানেক আগে ল্যাবএইড হাসপাতালে তার হার্টে একটি রিং পরানো হয়েছিল। ওই অসুস্থতা থেকে সুস্থ হয়ে পাঁচ দিন চিকিৎসা শেষে সেদিনই বাসায় ফিরেছিলেন তিনি। কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায় শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানতে হলো এই অভিজ্ঞ সাংবাদিককে।
সম্প্রতি ইব্রাহিম আজাদ একটি গ্রুপ অব কোম্পানির মিডিয়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এর আগে দীপ্ত টিভি, এখন টিভি ও নিউজ২৪-এ বার্তা প্রধান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন তিনি।
১৯৯৯ সালে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠালগ্নে প্ল্যানিং এডিটর হিসেবে যোগ দিয়ে ইলেকট্রনিক মিডিয়ার জগতে নিজের শক্ত অবস্থান তৈরি করেন ইব্রাহিম আজাদ। পরবর্তীতে এটিএন বাংলা, প্রথম আলো, ভোরের কাগজসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
কয়েক মাস আগে ঢাকার একটি গ্রুপ অব কোম্পানিতে মিডিয়া উপদেষ্টা হিসেবে পুনরায় পেশাগত জীবন শুরু করেছিলেন তিনি। ইব্রাহিম আজাদ স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য সহকর্মী–গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে চিটাগাং জার্নালিস্ট ফোরাম ঢাকা (সিজেএফডি) এবং চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম ঢাকার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংগঠনগুলোর নেতারা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...