Logo Logo

পাথরঘাটার কাকচিড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সমাজদর্পণ মানবিক ফাউন্ডেশন


Splash Image

বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজারে গত ২৯ নভেম্বর গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মুহূর্তের আগুনে ক্ষুদ্র ব্যবসায়ীদের বহু বছরের স্বপ্ন, পরিশ্রম ও সঞ্চিত পুঁজি ধ্বংসস্তূপে পরিণত হয়। চায়ের দোকান, মুদি দোকান ও সেলুনসহ মোট পাঁচটি প্রতিষ্ঠান এ ঘটনায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, আগুনের তীব্র লেলিহানে মালামাল বের করার সুযোগও মেলেনি। পরিবারের ভরসা হিসেবে শুরু করা ছোট এই ব্যবসাগুলোর ধ্বংস হওয়ায় উদ্যোক্তাদের পরিবার, সন্তানদের পড়ালেখা এবং ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে।

এ অবস্থায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে পাথরঘাটার অন্যতম মানবিক সংগঠন সমাজদর্পণ মানবিক ফাউন্ডেশন। সংগঠনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ ব্যবসায়ীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলো স্থানীয় রাজনীতিবিদ, সমাজকর্মী, ইমাম, শিক্ষক সহ প্রতিষ্ঠানের একাধিক সদস্যরা।

সহায়তা কার্যক্রম সম্পর্কে প্রতিষ্ঠানটির উপদেষ্টা জনাব বেল্লাল হোসেন বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট আমাদের সবার কষ্ট। সমাজদর্পণ মানবিক ফাউন্ডেশনের মাধ্যমে আমরা মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এই দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনরায় ঘুরে দাঁড়াতে বড় সহায়তা হিসেবে কাজ করবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...