Logo Logo

গোপালগঞ্জে তুলার কারখানায় গামছা পেঁচিয়ে শ্রমিকের মৃত্যু


Splash Image

গোপালগঞ্জে একটি তুলার কারখানায় কাজের সময় গামছা পেঁচিয়ে মোঃ ফয়সাল (২০) নামে এক যুবক শ্রমিকের মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


আজ সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকার শহিদুল ইসলামের মালিকানাধীন একটি তুলার মিলে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মমিনুল ইসলাম নিহত শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোঃ ফয়সাল চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের চর ভূইয়াপাড়া গ্রামের মোঃ এসকেন্দারের ছেলে।

পরিদর্শক মমিনুল ইসলাম জানিয়েছেন, ফয়সাল সকালে তুলা তৈরি করার সময় ঝুট থেকে তুলা বের করার কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ তার গলায় থাকা গামছা কারখানার হলারের সঙ্গে পেঁচিয়ে ফাঁস লেগে মারাত্মক আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, ফয়সাল একজন পরিশ্রমী যুবক ছিলেন এবং নিয়মিত এই মিলের কাজ করতেন। দুর্ঘটনার পর পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...