Logo Logo

সালথায় ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার ও জমির দলিল চুরি


Splash Image

ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগন্নাথদী গ্রামে তালা ভেঙে এক ভরি স্বর্ণালংকার ও জমির দুইটি দলিল চুরির অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন


রোববার রাত ৩টার দিকে শেখ আকরামুজ্জামানের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সালথা থানার ওসি (তদন্ত) কে এম মারুফ হাসান রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভুক্তভোগী শেখ আকরামুজ্জামানের স্ত্রী রেবেকা জামান জানান, তারা পরিবারের সবাই ঢাকায় বসবাস করেন এবং মাঝে মাঝে গ্রামের বাড়িতে যাতায়াত করেন। ঘটনার সময় তারা কেউই বাড়িতে ছিলেন না। ভোর রাতে তার দেবরের ফোনে চুরির খবর পেয়ে বাড়িতে এসে দেখেন আলমারিতে রাখা এক ভরি স্বর্ণের দুইটি হাতের বালা ও দুইটি জমির দলিল চুরি হয়ে গেছে।

এদিকে আকরামুজ্জামানের ভাইয়ের স্ত্রী রোকেয়া বেগম বলেন, রাতের খাবার খেয়ে ১০টার দিকে ঘুমিয়ে পড়েন তারা। রাত তিনটার দিকে ঘুম ভেঙে দরজা খুলতে চাইলে দেখেন বাইরে থেকে তালা মারা। পরে চিৎকার দিলে পাশের বাসার লোকজন এসে তালা খুলে দেয়। এরপর তারা দেখতে পান আকরামুজ্জামানের ঘরের দরজা ভাঙা। সঙ্গে সঙ্গে ভাইকে ফোনে বিষয়টি জানানোর পাশাপাশি পুলিশকেও খবর দেন।

সালথা থানার ওসি (তদন্ত) কে এম মারুফ হাসান রাসেল বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...