Logo Logo

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ

নিরাপত্তা ও মর্যাদা বিবেচনায় খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত


Splash Image

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে হাসপাতাল চিকিৎসার নির্বিঘ্নতা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া, নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা নিশ্চিত করা হবে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।

ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, আজ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে তার সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়।

পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, সভায় খালেদা জিয়ার হাসপাতাল চিকিৎসার নিরাপত্তা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা এবং উচ্চ মর্যাদা বিবেচনা করে তাকে ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সব সংস্থাকে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি জানান, খালেদা জিয়ার পরিবার ও দল বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে। এসময় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...