বিজ্ঞাপন
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।
ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, আজ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে তার সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়।
পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, সভায় খালেদা জিয়ার হাসপাতাল চিকিৎসার নিরাপত্তা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা এবং উচ্চ মর্যাদা বিবেচনা করে তাকে ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সব সংস্থাকে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি জানান, খালেদা জিয়ার পরিবার ও দল বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে। এসময় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...