বিজ্ঞাপন
সোমবার (১ ডিসেম্বর) রাতে সাদুল্লাপুর ইউনিয়নের পীড়ারবাড়ী পূর্বপাড় মৎস্য আড়তে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে বিপ্লব মল্লিক (ঝন্টু) সভাপতি, বিমল বালা সহ-সভাপতি এবং নির্মল বিশ্বাসকে সংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। সভার সভাপতিত্ব করেন পীড়ারবাড়ী গ্রামের সমাজসেবক নারায়ণ চন্দ্র হালদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা জামায়াতের কোষাধ্যক্ষ ও সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতের তত্ত্বাবধায়ক মো. মহিববুল্লাহ। এছাড়াও সভায় সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. মিলন ফরাজীসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
গুরুত্বপূর্ণ দিক হলো, গোপালগঞ্জ জেলা স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে এ অঞ্চলে আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো শক্তিশালী ছিল। তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শীর্ষ নেতা-কর্মীরা পলাতক থাকায় সাংগঠনিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে স্থানীয় রাজনৈতিক ও সম্প্রদায়িক স্তরে নতুন শক্তি বিন্যাসের প্রভাব প্রতীয়মান হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...