Logo Logo

ভোক্তাপর্যায়ে ৩৮ টাকা বাড়ল এলপিজির দাম


Splash Image

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।


বিজ্ঞাপন


ডিসেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম পূর্বের ১ হাজার ২১৫ টাকা থেকে ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৫৫ টাকা ৫৮ পয়সা থেকে বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিইআরসি এই নতুন দর ঘোষণা করে। একই দিন সন্ধ্যা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এর আগে গত নভেম্বর মাসে এলপি গ্যাসের দাম ২৬ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ২১৫ টাকায় নামিয়ে আনে বিইআরসি। একইসঙ্গে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ১ টাকা ১৯ পয়সা কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

বছরের শেষ প্রান্তিকে এসে আবারও গ্যাসের মূল্যবৃদ্ধি ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...