Logo Logo

৬০ কেজি জাটকা গেলো এতিমখানায়, পালালো ব্যবসায়ী


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা নতুন বাজারে নিষিদ্ধ জাটকা বিক্রির অভিযোগে অভিযানে গিয়ে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করেছে উপজেলা মৎস্য বিভাগ।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে পরিচালিত এ অভিযানে অভিযান দলকে দেখে এক বিক্রেতা প্রায় ৬০ কেজি জাটকা রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে উদ্ধার করা এসব জাটকা উপজেলা প্রশাসনের নির্দেশে চারটি এতিমখানায় বিতরণ করা হয়।

টুঙ্গিপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় জানান, দেশে বর্তমানে জাটকা ইলিশ সংরক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। এই সময়ে জাটকা ধরা, বাজারজাত করা ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়—নতুন বাজার এলাকায় জাটকা বিক্রি হচ্ছে। খবর পেয়ে মৎস্য কার্যালয়ের একটি দল সেখানে পৌঁছালে বিক্রেতা দ্রুত পালিয়ে যায় এবং প্রায় ৬০ কেজি জাটকা ফেলে রেখে যায়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমিন হালদারের নির্দেশে এসব জাটকা চারটি এতিমখানায় বিতরণ করা হয়।

ইলিশ সম্পদ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...