বিজ্ঞাপন
দিবসটি উপলক্ষে বুধবার (৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
সকাল থেকেই জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দিবসের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অসিত কুমার সাহা।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে এবং তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। একটি অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক সমাজ গড়তে সমাজের বিত্তবান ও সচেতন মহলের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
আলোচনা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করেন। এ সময় ৮ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার এবং ২ জনের হাতে ট্রাই-সাইকেল তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে সুবিধাভোগীদের চলাচল ও জীবনমান উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতে আরও সহায়তার আশ্বাস প্রদান করেন।
উপহার বিতরণ শেষে জেলা প্রশাসনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে জেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিনিধি, বর্ণ প্রতিবন্ধী বিদ্যালয় ও মহিলা অঙ্গন প্রতিবন্ধী স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...