Logo Logo

গোপালগঞ্জে তরুণ/নারী উদ্যোক্তা ও অংশীজনদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা


Splash Image

গোপালগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে তরুণ, নারী উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (৩ ডিসেম্বর) জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সভাকক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার। তিনি বলেন, দেশের প্রাণিসম্পদ উন্নয়নে তরুণ ও নারী উদ্যোক্তাদের এগিয়ে আসা সময়ের দাবি। প্রযুক্তিনির্ভর ও আধুনিক পদ্ধতিতে কৃষি ও প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নারী উদ্যোক্তা সাথী বেগম, লিপি খানমসহ অংশগ্রহণকারী আরও অনেকেই প্রাণিসম্পদ খাতে সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে মতামত তুলে ধরেন।

দিনব্যাপী এই অনুষ্ঠানে তরুণ ও নারী উদ্যোক্তা মিলিয়ে মোট ৩৫ জন অংশীজন অংশ নেন। উদ্যোক্তাদের ক্ষমতায়ন, প্রশিক্ষণ, বাজারসংযোগ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং খামার ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানটি প্রাণিসম্পদ খাতে স্থানীয় উদ্যোক্তাদের আগ্রহ ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...