বিজ্ঞাপন
উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শাফায়াত আকতার নূর-এর নেতৃত্বে গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে বক্সমাহমুদ ব্রিক ফিল্ডে দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই ইট উৎপাদন এবং পরিবেশ অধিদপ্তরের আইন অমান্য করার প্রমাণ মেলে। এ কারণে ভ্রাম্যমাণ আদালত ভাটার চিমনি ভেঙে ফেলার নির্দেশ দেয় এবং তা বাস্তবায়ন করা হয়।
এছাড়া সততা ব্রিক ফিল্ডে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই অনুমোদনহীনভাবে ভাটা পরিচালনার অভিযোগে ভাটার আগুন পানি দিয়ে নিভিয়ে দেওয়া হয়। পাশাপাশি মালিকপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ফেনীর উপপরিচালক (চলতি দায়িত্ব) সংযুক্ত দাশগুপ্ত।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) এসএম শাফায়াত আক্তার নূর বলেন, “আইন না মেনে কোনো ইটভাটা পরিচালনা করতে দেওয়া হবে না। পরিবেশ ও জনস্বাস্থ্যের সুরক্ষার স্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...