বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সূর্যনগর পূর্ব পাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে সিয়াম তাকে জামালপুর কাজী অফিসে নিয়ে বিয়ে করেন। বিয়ের পর তিন দিন তিনি স্বামীর বাড়িতে বৈবাহিক জীবনও অতিবাহিত করেন।
খাদিজা আফরিন জানান, “বিয়ের পর অল্প কিছুদিন সংসার করার পর হঠাৎ আমার স্বামী সিয়াম লাপাত্তা হয়ে যান। এরপর শ্বশুর সাইফুল ইসলাম আমাকে ভয়ভীতি দেখিয়ে ও শারীরিকভাবে নির্যাতন করে ঘর থেকে বের করে দেন। বর্তমানে আমার স্বামী পলাতক রয়েছে এবং আমাকে স্ত্রী হিসেবে কোনো মর্যাদা দিচ্ছে না।”
তিনি আরও বলেন, “আমি আইনগতভাবে তার স্ত্রী। কিন্তু স্বামীর অধিকার ও মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছি। তাই আমার দাম্পত্য অধিকার রক্ষা ও নিরাপত্তার জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের জরুরি সহযোগিতা কামনা করছি।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...