বিজ্ঞাপন
এর আগে গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সারোয়ার হোসাইন। স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সদ্য বিদায়ী ইউএনও ফারজানা আক্তার ববি ও সংগঠনের কার্যকরী সভাপতি আমানুল্লাহ আসিফ মীর।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি নাঈম মিয়া, সাধারণ সম্পাদক শাহিন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম শামীম, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ রানা মারুফ, ক্রীড়া সম্পাদক তানিম আহমেদ, সদস্য সাইম বাদশা, মুখলেছ, রনি প্রমুখ।
সংগঠন সূত্র জানায়, প্রায় এক বছর ধরে নালিতাবাড়ী উপজেলায় নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন ফারজানা আক্তার ববি। তার কর্মময় সময়ে পৌর শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত বিভিন্ন দৃশ্যমান উন্নয়ন সম্পন্ন হয়। বিশেষ করে অবৈধ বালু উত্তোলন নিয়ন্ত্রণে তিনি কার্যকর ভূমিকা রাখেন, যা উপজেলায় দীর্ঘদিনের একটি বড় সমস্যা ছিল। তার উদ্যোগে এর পরিধি শূন্যের কোঠায় নেমে আসে।
উন্নয়ন কর্মকাণ্ড, শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সেবাদানে প্রশংসনীয় ভূমিকার জন্য তিনি শেরপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সম্মাননা অর্জন করেন। নালিতাবাড়ীতে যোগদানের আগে তিনি বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন, যেখানে তার কর্মদক্ষতা ও উন্নয়ন উদ্যোগ সমানভাবে প্রশংসিত হয়েছিল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...