বিজ্ঞাপন
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, নকড়িরচর গ্রামের একটি গোয়াল থেকে গরু চুরি করে চোরচক্র একটি সাদা রঙের পিকআপ ভ্যানে তা তুলে নিয়ে যায়। পরে আরেকটি গরু চুরির সময় গরুর মালিক টের পেয়ে যান। মালিকের চিৎকার শুনে গ্রামবাসী চোরচক্রকে ধাওয়া দিলে তারা পিকআপ ভ্যানে গরু রেখে পার্কুশলী হয়ে সিলনা বাজারের দিকে যাওয়ার চেষ্টা করে।
তবে সিলনা বাজারের ব্রিজ ভাঙা থাকায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় পিকআপভ্যানে আগুন লেগে প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়।
ওসি শাহ আলম বলেন, “চোর চক্রের সদস্যরা আগুন লাগার আগেই গরু রেখে পালিয়ে যায়। বর্তমানে গাড়ির বডি পুড়ে ছাই হয়ে গেছে, কেবল কিছু লোহা লক্কর অবশিষ্ট রয়েছে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় আশপাশে উত্তেজনা সৃষ্টি হয়, তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...