Logo Logo

কোটালীপাড়ায় বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ব্যবসায়ীর মৃত্যু


Splash Image

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নবীন খান (৪৫) নামে এক ব্যবসায়ী হঠাৎ মৃত্যুবরণ করেছেন। তিনি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার বীর বাশাইল বটতলা গ্রামের মুন্নাফ খানের ছেলে। নবীন খান ঢাকার সাভারের পল্লীবিদ্যুত এলাকায় জেনারেটর ও ইলেকট্রিক সামগ্রীর ব্যবসার সাথে যুক্ত ছিলেন।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, হিরণ মাদ্রাসার ওয়াজ মাহফিলে অংশ নিতে তিন দিন আগে নবীন খান কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের দিপু মুন্সীর বাড়িতে বেড়াতে আসেন। প্রায় ১৫ বছর ধরে তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

দিপু মুন্সী জানান, মঙ্গলবার রাত ১টার দিকে ওয়াজ শেষ করে বাড়ি ফিরে একসাথে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩টার দিকে নবীন খান বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন এবং অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীন খানের স্ত্রী কবরী বেগম বলেন, “আমার স্বামীর মৃত্যুর খবর শুনে আমি দুপুরে আসি। লাশ বর্তমানে কোটালীপাড়া থানায় রাখা হয়েছে। আমার স্বামীর সঙ্গে নবীনের দীর্ঘ দিনের বন্ধুত্ব ছিল। ঢাকায় আমরা একই এলাকায় থাকি। তিনি মাঝে মধ্যে বুকে ব্যথা অনুভব করতেন। সম্ভবত হৃদরোগ বা স্ট্রোকজনিত কারণে তিনি মারা গেছেন।”

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন জানান, লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হয়েছে। শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং পরিবার বা স্বজনদের পক্ষ থেকেও কোনও অভিযোগ নেই। তিনি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য লাশের ময়নাতদন্ত প্রক্রিয়া চলমান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...