বিজ্ঞাপন
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গোপালগঞ্জ জেলা আমির অধ্যাপক রেজাউল করিম বুধবার (৩ ডিসেম্বর) কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের চেয়ারম্যান শ্যামল বিশ্বাসের মাতার বার্ধক্যজনিত মৃত্যুতে শোক প্রকাশ করতে শোকসন্তপ্ত পরিবারের বাড়িতে পৌঁছান।
অধ্যাপক রেজাউল করিম শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে বলেন, “অমুসলিমরা আমাদের দেশের নাগরিক ও প্রতিবেশী। তারা বিধর্মী হলেও তাদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করা এবং বিপদে পাশে দাঁড়ানো আমাদের সকলের মানবিক ও নৈতিক দায়িত্ব। আপনারা আমাদের পর নন। ধর্ম ভিন্ন হলেও আমরা একই এলাকার মানুষ, একই দেশের নাগরিক। বিপদে সবার আগে এগিয়ে আসা উচিত প্রতিবেশীদেরই। তাই খবর পাওয়া মাত্রই আমি নেতাকর্মীদের নিয়ে ছুটে এসেছি।”
তিনি আরও যোগ করেন, “হিন্দু–মুসলিম–বৌদ্ধ–খ্রিষ্টান সবাইকে নিয়েই আমাদের সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পর অধ্যাপক রেজাউল করিম পূর্ব উত্তর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও জহরেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় রামশীল ইউনিয়নের চেয়ারম্যান শ্যামল বিশ্বাস, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...