বিজ্ঞাপন
বুধবার (৩ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, রাস্তার কাজের জন্য একাধিক ট্রাকে ইট আনা হয়েছে এবং তাড়াহুড়ো করে শ্রমিকদের দিয়ে তা খোয়ার কাজ শুরু করা হয়েছে।
এলাকাবাসী জানান, তাদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন হয়ে এবার রাস্তাটি পাকা করা হচ্ছে, তাই তারা খুশি। কিন্তু কাজের শুরুতেই খোয়ার জন্য বেশির ভাগ ইটই আধলা ও কোনাভাঙা। স্থানীয়রা জানিয়েছেন, ঠিকাদাররা মূলত ১নং পিকেট ইট না নিয়ে দুই-তিন নম্বর ইট এনে খোয়া বানিয়ে কাজটি চালাচ্ছেন।
এ বিষয়ে ঠিকাদার বিপ্লব মুঠোফোনে জানান, ১ হাজার ৪৫০ মিটার রাস্তার কাজের জন্য ইটের খোয়া ধরা আছে। তিনি স্বীকার করেছেন যে, খোয়ার জন্যই এই ইটগুলো আনা হয়েছে।
তিনি বলেন, “আমরা তিনজন—মাসুদ করিম সিদ্দিকী, রেজা ও আমি—মিলে কাজটি করছি। আধলা ও ডেমেজ ইট আছে, সেটি এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছি। শেষ পর্যন্ত সরেজমিনে গিয়ে বিষয়টি দেখব।”
উপজেলা প্রকৌশলী কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী আলামিন মুঠোফোনে জানান, এলাকা অনুযায়ী লে-আউট দেওয়া হয়েছে। তিনি বলেন, “যদি আধলা ইট আনা হয়, ছবি পাঠান দেখব।” তবে পরে তিনি আর বিস্তারিত তথ্য দিতে অস্বীকার করেন।
অন্যদিকে, উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান বলেন, “যতই ভালো হোক, কোনো আধলা ইট আমার কাছে গ্রহণযোগ্য হবে না। বিষয়টি দেখার জন্য দায়িত্বে থাকা কার্যসহকারীকে নির্দেশ দিয়েছি। যদি আধলা ইট থাকে, আমি লিখিতভাবে বাতিল ঘোষণা করব।”
স্থানীয়দের অভিযোগ ও প্রকৌশলীর মন্তব্য থেকে বোঝা যাচ্ছে, রাস্তায় খোয়ার জন্য নিম্নমানের ইট ব্যবহারের বিষয়টি তেঁতুলিয়া উপজেলার রাস্তা উন্নয়ন প্রকল্পে এক বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...