বিজ্ঞাপন
আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিতব্য এ উৎসবের দ্বিতীয় দিন সন্ধ্যায় মঞ্চে উঠবেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা ও নগর বাউলখ্যাত জেমস। ইতোমধ্যে এ আয়োজনকে ঘিরে ফরিদপুর শহরজুড়ে বেলুন-ফানুস উড়ানো, মোটরসাইকেল শোভাযাত্রাসহ নানা প্রচারণায় উৎসবের রঙ ছড়িয়েছে।
উৎসব সফলভাবে আয়োজনে গঠন করা হয়েছে উদযাপন পরিষদ। পরিষদের আহ্বায়ক ডা. মোস্তাফিজুর রহমান শামীম, সদস্যসচিব ওয়াহিদ মিয়া কুটি। যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন ডা. মির্জা আরিফুর রহমান ও ডিআইজি আনোয়ার খান টিটো। প্রচার ও মিডিয়া উপপরিষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব রাজীব খান।
উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, দ্বিতীয় দিনের সন্ধ্যায় জেমসের কনসার্টই হবে পুরো আয়োজনের প্রধান আকর্ষণ। দুই দিনব্যাপী অনুষ্ঠানমালায় আরও থাকছে আনন্দ শোভাযাত্রা, স্মৃতিচারণ, স্থানীয় ও জাতীয় শিল্পীদের পরিবেশনা, কবিতা, নৃত্য, গান, বাঁশির সুর, কমেডি ও ম্যাজিক শো এবং র্যাফেল-ড্রসহ নানামুখী আয়োজন।
প্রচার ও মিডিয়া উপপরিষদের আহ্বায়ক রাজীব খান জানান, বর্তমান শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। আর এসএসসির বিভিন্ন শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি ২ হাজার থেকে ৩ হাজার টাকা। রেজিস্ট্রেশনের সময় অনলাইন পেমেন্টের সুযোগও রাখা হয়েছে।
উৎসবে অংশ নিতে ৭ ডিসেম্বরের মধ্যে fzsaa.org ওয়েবসাইটে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...