Logo Logo

নোয়াখালীতে চা খেয়ে ফেরার পথে ৩ বন্ধুর মৃত্যু


Splash Image

নোয়াখালীর চাটখিলে চা খেয়ে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (৩ ডিসেম্বর) সকালে ঢাকার পৃথক দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয় ও রায়হান নামে দুই কিশোর মারা যায়। এর দুই দিন আগে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে মারা যায় আরেক কিশোর তানিম।

দুর্ঘটনাটি ঘটেছে গত সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চাটখিল পৌরসভার ত্রিঘরিয়া এলাকার দল্টা ভিটা ব্রিজের কাছে।

মৃত কিশোররা হলো— বদলকোট ইউনিয়নের মধ্য বদলকোট গ্রামের হারুনুর রশীদের ছেলে হাসিবুর তানিম (১৬), কুরিয়ার বাড়ির মানিক মিয়ার ছেলে মো. জয় (১৬) এবং একই ইউনিয়নের মো. রায়হান (১৭)। তিনজনই স্থানীয় বদলকোট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, সোমবার রাতে চার বন্ধু একটি মোটরসাইকেলে করে উপজেলার পাঁচগাঁও এলাকার একটি চায়ের দোকানে যান। চা খেয়ে ফেরার পথে দল্টা ভিটা ব্রিজ এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি কড়ই গাছে সজোরে ধাক্কা খায়। এরপর বাইকটি উল্টো পাশের আরেকটি গাছে আঘাত করলে তিন কিশোর গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পর রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তানিমকে মৃত ঘোষণা করেন।

এরপর টানা তিনদিন জীবন-মৃত্যুর সঙ্গে লড়ে জয় ও রায়হান বুধবার সকালে মারা যায়— জয় মালিবাগ পিপলস হসপিটালে এবং রায়হান পঙ্গু হাসপাতালে। একইদিন সন্ধ্যায় দুজনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, “তিন কিশোরের মৃত্যুর খবর আমরা শুনেছি। তবে দুর্ঘটনা বা মৃত্যুর বিষয়ে এখন পর্যন্ত কেউ পুলিশকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেনি।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...