বিজ্ঞাপন
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সোনাপুর বিআরটিসি ডিপোর ভেতরে এ অগ্নিকাণ্ড ঘটে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম।
স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো রাতে ডিপোতে ২১টি বাস রাখা ছিল। রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা হঠাৎ দুটি বাসে আগুন ধরিয়ে দ্রুত সটকে পড়ে। আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন এবং মাইজদী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দুটি বাসের উপরের অংশ পুড়ে যায়, আরেকটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
সোনাপুর বিআরটিসি ডিপোর ম্যানেজার মো. আরিফুর রহমান তুষার বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। পরে সুধারাম ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে।”
এ বিষয়ে সুধারাম থানার ওসি মো. কামরুল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।”
ঘটনার রহস্য উদঘাটন ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...