Logo Logo

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাশিয়ানীতে দোয়া মাহফিল


Splash Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনায় গোপালগঞ্জ-১ (কাশিয়ানী–মুকসুদপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নির্দেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে বিপুলসংখ্যক নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম-ওলামা এবং সাধারণ মুসল্লি অংশ নেন।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোল্লা। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, দপ্তর সম্পাদক নুর এ বোরহান লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক শিমুল, সদস্য সচিব মো. আরিফুল ইসলাম পাবেল, উপজেলা মহিলা দলের সভাপতি শিলা বেগম, সাধারণ সম্পাদক ফারজানা পপি, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মিলন খান, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সুজাউদ্দিন অপু এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতারা।

মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঘোড়াপাড়া মসজিদের খতিব মো. আবু হুরায়রা। শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...