Logo Logo

নোয়াখালীতে ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই


Splash Image

নোয়াখালীর সদর উপজেলায় গভীর রাতে এক মোবাইল ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকার ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।


বিজ্ঞাপন


বুধবার (৩ ডিসেম্বর) রাত ১২টার দিকে দাদপুর ইউনিয়নের বারাইপুর গ্রামের লেদু মিয়ারগো বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যবসায়ী সাদ্দাম হোসেন (২৭) একই গ্রামের মৃত শাহ আলম মেম্বারের ছেলে। স্থানীয় খলিফারহাট বাজারে তার দুটি মোবাইল ফোনের দোকান রয়েছে।

সাদ্দামের বড় ভাই মো. লিটন জানান, প্রতিদিনের মতো সাদ্দাম সেদিনও রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা দেন। বারাইপুর এলাকায় একটি স্পিড ব্রেকারের কাছে মোটরসাইকেলের গতি কমালে কয়েকজন দুর্বৃত্ত তার দিকে এগিয়ে আসে। পরিস্থিতি বুঝে সাদ্দাম পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা পেছন থেকে তার পিঠে গুলি করে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেন। তবে শরীরে গুলি আটকে থাকায় চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, “ঘটনাটি সম্পর্কে আমার জানা নেই।” অভিযোগ না পাওয়ার বিষয়ে তিনি বলেন, “কেউ কোনো অভিযোগ করেনি, তাই বিষয়টি জানা নেই। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...