Logo Logo

নির্বাচনী দায়িত্বে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার


Splash Image

ছবি : সংগৃহীত।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশ বাহিনীকে সম্পূর্ণ নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় ৬৪ জেলার পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান।

সভায় প্রধান উপদেষ্টা বলেন, এটি কেবল আরেকটি সাধারণ নির্বাচন নয়; বরং গণ–অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন। এই নির্বাচন শহীদদের স্বপ্ন ও আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার পথ নির্ধারণ করবে। তাই পুলিশের প্রতিটি সদস্যকে দায়িত্বশীলতা, সততা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে হবে।

ড. ইউনূস আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়েই নতুন বাংলাদেশের জন্ম হবে। সেই জন্ম প্রক্রিয়ার ধাত্রী হিসেবে দায়িত্ব পালন করতে হবে পুলিশকে।” তিনি উল্লেখ করেন, তিনি কাপুরুষের মতো নিষ্ক্রিয় থাকতে চান না; বরং শহীদদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ।

প্রধান উপদেষ্টা উপস্থিত পুলিশ কর্মকর্তাদের প্রতি স্বচ্ছতা, ন্যায়পরায়ণতা এবং নির্বাচনকালীন শান্তি–শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...