Logo Logo

গোপালগঞ্জ ও পিরোজপুরের কৃষকরা বিনামূল্যে পেল ৫ হাজার ৫শ কেজি আলুবীজ


Splash Image

গোপালগঞ্জ ও পিরোজপুর জেলার কৃষকদের মধ্যে বিনামূল্যে ৫ হাজার ৫শ’ কেজি আলুবীজ বিতরণ করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া কৃষি গবেষণা কেন্দ্রে পার্টনার প্রকল্পের আওতায় বারি উদ্ভাবিত বিভিন্ন জাতের আলুবীজ কৃষকদের হাতে তুলে দেওয়া হয়। সরেজমিন গবেষণা বিভাগের উদ্যোগে এ বীজ বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান ও বারির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মহসীন হাওলাদার। তিনি গোপালগঞ্জ ও পিরোজপুর জেলার মোট ৩৫ জন কৃষক–কৃষাণীর হাতে আলুবীজ তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গবেষণা কেন্দ্রের কর্মকর্তা–কর্মচারী, স্থানীয় কৃষক–কৃষাণী ও গণমাধ্যমকর্মীরা।

প্রধান অতিথি ড. মহসীন হাওলাদার বলেন, বিতরণ করা ৫ হাজার ৫শ’ কেজি আলুবীজ দিয়ে দুই জেলার কৃষকেরা প্রায় ৩ হেক্টর জমিতে আবাদ করবেন। এর ফলে গোপালগঞ্জ ও পিরোজপুরে আলুর আবাদ ও উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে।

তিনি আরও জানান, বারির উদ্ভাবিত উচ্চ ফলনশীল আলুর জাত দু’জেলায় ছড়িয়ে পড়লে কৃষকেরা আরও বেশি লাভবান হবেন এবং সামগ্রিক উৎপাদন আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...