বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে চাটখিল উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মচারীরা ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে তারা স্মারকলিপি পেশ করেন।
কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসের ইইএসকে মোঃ রফিক উল্লাহ, প্রকৌশল অফিসের মোঃ আব্দুল হাই, হাসপাতালের প্রতিনিধি আনোয়ার হোসেন রতন, প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিধি সাইফ উদ্দিন, উপজেলা নির্বাহী কার্যালয়ের প্রতিনিধি জোবায়ের হোসেন, আলমগীর হোসেন পিংকু এবং এলজিইডি প্রতিনিধি জাফর উল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, সরকারি কর্মচারীদের বেতন অনুপাত ১:৪ এ নামিয়ে আনা, পূর্বের মতো ১০০ ভাগ পেনশন ব্যবস্থা পুনর্বহাল, ৩টি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পূর্বের নিয়মে ফিরিয়ে আনা এবং বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে সব ভাতা নির্ধারণ জরুরি। পাশাপাশি পদবী ও বেতন বৈষম্য দূর করা, ব্লক পোস্টধারীদের পদোন্নতির সুযোগ সৃষ্টি ও নিয়মিতকরণের দাবিও তুলে ধরেন তারা।
তাদের দাবি, ৩০ ডিসেম্বরের মধ্যে নবম পে-স্কেল বাস্তবায়ন এবং বৈষম্য দূরীকরণ নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, ডিসেম্বরের মধ্যেই ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিকদের মাধ্যমে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোরালো আহ্বান জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...