বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, দেবিনগর গ্রামের জুয়েল শেখের বাড়ির সামনে পাকা রাস্তা পার হচ্ছিল ছোট্ট মারজিয়া আক্তার। এ সময় একটি অজ্ঞাত ইজি-বাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতরভাবে মাথায় আঘাত পায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৩টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ হাসপাতাল মর্গে লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে।
দুর্ঘটনা নিয়ে নিহত শিশুটির মামা মো. জুয়েল শেখ (পিতা : আলেম শেখ, সাং : দেবিনগর, থানা : নগরকান্দা, জেলা : ফরিদপুর) বাদী হয়ে নগরকান্দা থানায় মামলা দায়ের করেছেন। থানার মামলা নং ০৯, তারিখ ০৬/১২/২০২৫; সড়ক পরিবহন আইন ২০১৮–এর ৯৮/১০৫ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মারজিয়া আক্তার সম্প্রতি তার মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল। আনন্দ ভ্রমণ যে এমন শোকের ঘটনায় পরিণত হবে—তা কেউ ভাবেনি।
নগরকান্দা থানার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং দুর্ঘটনায় জড়িত ইজি-বাইকচালককে শনাক্তের চেষ্টা চলছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...