Logo Logo

নির্বাচনের আগে সংখ্যালঘুদের নিরাপত্তায় সেনা মোতায়েনের দাবি


Splash Image

ছবি : সংগৃহীত।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে অন্তত এক মাস ধরে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনা ও বিশেষায়িত বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি।


বিজ্ঞাপন


শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে যৌথভাবে আয়োজিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব।

বক্তব্যে তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত অতীত অভিজ্ঞতা সংখ্যালঘুদের জন্য উদ্বেগজনক। সামাজিক যোগাযোগমাধ্যম, সভা-সমাবেশ এবং ধর্মীয় সমাবেশে বিদ্বেষমূলক বক্তব্য সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তাহীনতার সৃষ্টি করে।

সভায় নয় দফা দাবি উপস্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য দাবি হলো:

সব নির্বাচনে ধর্ম ব্যবহার নিষিদ্ধ করা;

জাতীয় ও স্থানীয় নির্বাচনে সংখ্যালঘুদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা;

নির্বাচন পূর্ব ও পরে অন্তত এক মাস সংখ্যালঘুদের নিরাপত্তায় সেনা ও বিশেষায়িত বাহিনী মোতায়েন করা;

ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে হামলা, লুটপাট ও চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।

সভায় উপস্থিত ছিলেন কলামিস্ট ফরহাদ মজহার, লেখক মহিউদ্দিন আহমদ, সাংবাদিক সোহরাব হাসান, হাসান হাফিজ, এম এ আজিজ, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী এবং বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর। অনুষ্ঠান সঞ্চালনা করেন সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...