Logo Logo

কোটালীপাড়ায় ভ্যানচালক ও পথচারীদের মাঝে কম্বল বিতরণ


Splash Image

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের সহায়তায় শীতবস্ত্র বিতরণ করেছে মানবিক সেবামূলক সংগঠন ‘চাঁদের আলো ফাউন্ডেশন’।


বিজ্ঞাপন


শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে অর্ধশতাধিক ভ্যানচালক ও পথচারীদের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ. এম. জসীম উদ্দিন চাঁদ। তিনি ভ্যানচালক ও পথচারীদের হাতে কম্বল তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন— কোটালীপাড়া পৌর জামায়াতে ইসলামীর সভাপতি আক্তার দাড়িয়া, সেক্রেটারি শাহাদাত হোসেন, উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক সদস্য সচিব মহসিন উদ্দিন চাঁদ, ফাউন্ডেশনের সদস্য মো. আবু রায়হান হাওলাদার, মো. রাতুল সরদার, মো. সুহিন মুন্সী ও রফিকুল ইসলাম সরদার।

চেয়ারম্যান এইচ. এম. জসীম উদ্দিন চাঁদ বলেন, “চাঁদের আলো ফাউন্ডেশন শুরু থেকেই মানবতার সেবায় কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ আমরা ভ্যানচালক ও পথচারীদের মাঝে কম্বল বিতরণ করেছি। আমাদের এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...