বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এ ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন ওই এলাকার বাসিন্দা অপূর্ব দাস।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০২৪-২৫ অর্থবছরে কোটালীপাড়া পৌরসভার উদ্যোগে সিকির বাজার এলাকায় অপূর্ব দাসের বাড়ির সামনে দিয়ে দীর্ঘদিনের কাঁচা রাস্তা উন্নয়নে ৪ লাখ টাকা ব্যয়ে আরসিসি ঢালাই প্রকল্প অনুমোদন দেওয়া হয়। তবে কাজ শুরু করতে গেলে আব্দুল হক মিয়া লোকজন নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বাধা দেন এবং কাজ বন্ধ করে দেন।
অপূর্ব দাস বলেন, “আমরা নিজেদের জায়গার এই রাস্তা দিয়ে প্রায় ২৫ বছর ধরে ১০টি পরিবার চলাচল করছি। উন্নয়নের জন্য পৌরসভা অনুমোদন দিলেও আব্দুল হক মিয়া জোর করে কাজ বন্ধ করে দিয়েছেন। এমনকি বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তিনি আমাকে হত্যা ও দেশত্যাগের হুমকি দেন। জনস্বার্থে রাস্তা নির্মাণে প্রশাসনের অবিলম্বে হস্তক্ষেপ প্রয়োজন।”
অভিযোগের সত্যতা স্বীকার করে আব্দুল হক মিয়া দাবি করেন, রাস্তা নির্মাণের জন্য অনুমোদিত স্থানটি তার ব্যক্তিগত জমি। তিনি বলেন, “ওই জায়গা আমার। সেখানে রাস্তা ঢালাই করতে দেব না। আমি সেখানে দোকানঘর নির্মাণ করবো। তবে রাস্তা নির্মাণের বিরোধী নই—আমার বাড়ির পূর্ব পাশ দিয়ে রাস্তা করার আবেদন পৌরসভায় দিয়েছি। কাউকে হত্যা বা দেশত্যাগের হুমকি দেওয়ার কথা সত্য নয়।”
এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ বলেন, “অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জমির কাগজপত্র যাচাই-বাছাই চলছে। প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...