বিজ্ঞাপন
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে পৌরসভার ঐতিহ্যবাহী সরল খাঁ দীঘিতে গোসলের সময় এ দুর্ঘটনা ঘটে। মৃত আজিজুর রহমান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বান্দিকাটী গ্রামের কওসার আলী গোলদারের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার দুপুরেও আজিজুর বাড়ির পাশের সরল খাঁ দীঘিতে গোসল করতে যান। ধারণা করা হচ্ছে, গোসলের এক পর্যায়ে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে পানিতে তলিয়ে যান। ঘটনাস্থলে সে সময় অন্য কেউ না থাকায় বিষয়টি কেউ টের পাননি।
পরে বিকেল ৪টার দিকে দীঘিতে গোসল করতে নামা স্থানীয় এক কিশোরী আনন্দীর পায়ে মৃত ব্যক্তির কাপড় জড়িয়ে গেলে সন্দেহ হয়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী পুকুরে নেমে আজিজুরের মরদেহ উদ্ধার করেন।
হঠাৎ এমন মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিচিতজন ও প্রতিবেশীরা জানিয়েছেন, আজিজুর ছিলেন সহজ-সরল ও পরিশ্রমী মানুষ। চা বিক্রির আয়ে পরিবার চালাতেন তিনি।
ঘটনার পর স্থানীয়দের মাঝে শোক ও হতবিহ্বলতা বিরাজ করছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করছে।
প্রতিবেদক- আসাদ ইসলাম, খুলনা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...