Logo Logo

কবরে বস্তাবন্দি ব্যাগে মিলল একনলা বন্দুক-পাইপগান


Splash Image

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একটি পারিবারিক কবরস্থান থেকে বস্তাবন্দি অবস্থায় ছয়টি একনলা দেশীয় বন্দুক ও একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


রোববার (৭ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের মনু মিজির বাড়ির পারিবারিক কবরস্থানের একটি ভাঙা কবর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মনু মিজির বাড়ির লোকজন কবরস্থান পরিষ্কার করতে গিয়ে একটি ভাঙা কবরে বস্তাবন্দি একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। এরপর তারা বিষয়টি লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানা ও নোয়াখালীর বেগমগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে চন্দ্রগঞ্জ ও বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি উদ্ধার করে। ব্যাগ খুলে দেখা যায়, এর ভেতরে ছয়টি দেশীয় একনলা বন্দুক এবং একটি দেশীয় পাইপগান লুকানো ছিল।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। বর্তমানে অস্ত্রগুলো চন্দ্রগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে।

ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...