বিজ্ঞাপন
রবিবার (৭ ডিসেম্বর) সেঁজুতি বিদ্যানিকেতন ও একুশে পাঠচক্রের যৌথ উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রতিষ্ঠানের প্রধান মুনীরুজ্জামান পতাকা উত্তোলন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে পরিবেশিত জাতীয় সঙ্গীতে ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে। এরপর শিক্ষাপ্রতিষ্ঠানটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক শঙ্করী পাঠকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন শিক্ষক মনি গাঙ্গুলি। শোভাযাত্রা শেষে বক্তব্য রাখেন প্রিন্সিপাল মুনীরুজ্জামান, শিশু শিক্ষার্থী শায়ন সরকার, মালিহা জাহান ও ঝুম আচার্যসহ আরও অনেকে। বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও এই দিনের তাৎপর্য তুলে ধরেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৭ ডিসেম্বর—টানা দুই দিনের তীব্র যুদ্ধের পর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ নালিতাবাড়ী শহরে প্রবেশ করে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন এবং বিজয়ের আনন্দে মেতে ওঠেন। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করতেই প্রতিবছর নালিতাবাড়ীতে মুক্ত দিবস উদযাপন করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...