Logo Logo

সোনাইমুড়ীতে ঘরের দরজা ভেঙ্গে তরুণীর মরদেহ উদ্ধার


Splash Image

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় জান্নাতুল ফেরদৌস রিয়া (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার বজরা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের উত্তর বজরা গ্রামের জহির উদ্দিনের হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


পুলিশ মরদেহের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মৃত রিয়া একই বাড়ির মো. জাহাঙ্গীর হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রিয়া ২০২৩ সালে স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। এরপর আর কলেজে ভর্তি না হয়ে বাড়িতে সেলাইয়ের কাজ করতেন। প্রতিদিনের মতো শনিবার রাতে তিনি নিজের কক্ষে ঘুমিয়ে যান। সকালে তার মা ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি।

পরে সকাল ১০টার দিকে কক্ষের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে পরিবারের সদস্যরা রিয়াকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত দেখতে পান।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তরুণীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, নিহতের পরিবার তরুণীর আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেনি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে এবং থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...