বিজ্ঞাপন
মারা যাওয়া জাকের মোল্লা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামের বাসিন্দা। তিনি বিবাহিত এবং তিন সন্তানের জনক। জাকের মোল্লা মৃত রাজ্জাক মোল্লার ছেলে।
জেলা কারাগার সূত্রে জানা যায়, সম্প্রতি আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর–২ আসনে সংযুক্ত করার সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় জনগণ বিক্ষোভে নেমে আসে। আন্দোলনের এক পর্যায়ে, ১৪ সেপ্টেম্বর ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৬ সেপ্টেম্বর ভাঙ্গা থানার এসআই আজাদুজ্জামান দণ্ডবিধির বিভিন্ন ধারা ও বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুযায়ী মামলা দায়ের করেন। মামলায় সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনসহ ২৯ জনকে আসামি করা হয় এবং অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়।
জাকের মোল্লা মামলার এজাহারনামীয় আসামি না হলেও সন্দেহভাজন হিসেবে ১৮ অক্টোবর গ্রেফতার করা হয় এবং আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
ফরিদপুর জেলা কারাগারে এই ঘটনায় হাজতির মৃত্যু দেশ ও জেলার কারাগার ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রশ্ন উত্থাপন করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...