Logo Logo

নালিতাবাড়ীতে ধানের শীষের সমর্থনে পথসভায় জনতার ঢল


Splash Image

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে বিএনপির মনোনীত ধানের শীষের সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার উত্তর নাকশী উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজন করে কলসপাড় ইউনিয়ন বিএনপি এবং সকল সহযোগী সংগঠন।

কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদের সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মধ্যে নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা মিজানুর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান লিটন, সাবেক যুগ্ম-আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুস আলী দেওয়ান, সাবেক যুগ্ম-আহবায়ক আমিনুল ইসলাম জিন্নাহ, শহর বিএনপি’র যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম তালুকদার রিপন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক হুমায়ুন কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় শেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী বলেন, আমি নির্বাচিত হলে নকলায় নয়, নালিতাবাড়ী বাসা নির্মাণ করে এখানে বসবাস করে জনগণের দ্বোরগোড়ায় সেবা পৌছে দিতে চাই৷ তিনি ভাটি এলাকার আকস্মিক বন্যা নিয়ন্ত্রণে নদী শাসনসহ অন্যান্য উদ্যোগ নেওয়া কথা জানান।

পথসভায় অন্যান্য বক্তারা ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এর আগে বিকেলে কলসপাড় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শতশত নেতাকর্মী ও সমর্থক মিছিল সহকারে পথসভায় যোগ দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...