বিজ্ঞাপন
সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার হাজীপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মান্দার বাড়ির দরজায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত বলি চৌমুহনী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের খালাসী বাড়ির বাসিন্দা বদিউজ্জামানের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ভোর ৬টার দিকে বলি তার বড় বোন শাহনাজ আক্তার টুম্পার অসুস্থ মেয়েকে দেখতে যান। পরে সকাল সাড়ে ৭টার দিকে বাড়ি ফেরার সময় মান্দার বাড়ির দরজার সামনে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ১৫–২০ জন কিশোর গ্যাং সদস্য তাকে বহনকারী সিএনজিতে প্রথমে কোপ দেয়। সিএনজি থেকে পড়ে গেলে তারা বলিকে বেধড়ক মারধর ও কুপিয়ে হত্যা করে। পরিবার দাবি করে, পূর্ব শক্রতার জেরে পরিকল্পিতভাবে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
অপরদিকে চৌমুহনী বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা আব্দুল মোতালেব দাবি করেন, সোমবার সকালে তার ছেলে মিজানুর রহমান ২০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে চৌমুহনী বাজারের উদ্দেশ্যে বের হলে মনতাজ স্যারের বাড়ির সামনে বলি ও তার সহযোগীরা তাকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর করে এবং টাকা ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে বলিকে গণপিটুনি দেয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ করে এবং নিহত বলির আড্ডা খানায় হামলা চালায়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, অস্ত্র ও বিস্ফোরকসহ বিভিন্ন অভিযোগে বলির বিরুদ্ধে ৫–৭টি মামলা রয়েছে। এলাকায় দীর্ঘদিন ধরে তার সন্ত্রাসী কর্মকাণ্ডে জনমনে তীব্র অসন্তোষ ছিল। স্থানীয়দের গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...