ফাইল ছবি।
বিজ্ঞাপন
সোমবার (৮ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা।
রংপুরে নিজ বাসায় মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে নির্বাচনের আগে এ ধরনের ঘটনার বিশ্লেষণ জানতে চাইলে তিনি বলেন, “নির্বাচন বলে নয়, নির্বাচনের আগেও এ ধরনের ঘটনা ঘটছে। এটা অস্বীকার করার সুযোগ নেই।”
তিনি আরও বলেন, “নির্বাচনের আগে সব বন্ধ হয়ে যাবে—এটাও বলতে পারি না। যদি আমার কাছে ম্যাজিক থাকত, সুইচ অফ করে দিতাম। কিন্তু আমার কাছে এ রকম কোনো ম্যাজিক নেই।”
এ সময় তিনি জানান, নিহত দম্পতির এক সন্তান পুলিশে এবং অন্যজন র্যাবে কর্মরত। হত্যাকারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীকে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
জাতীয় নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে বিদ্যুতের ব্যবস্থা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। কোথাও বিদ্যুৎ না থাকলে বিকল্প ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচনের সার্বিক প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, সব বাহিনী নিয়মিত প্রশিক্ষণ চালাচ্ছে এবং জানুয়ারির মধ্যে প্রশিক্ষণ শেষ হবে। “সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে,” যোগ করেন তিনি।
নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে সন্দেহ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “এটা দূর করতে পারছি না শুধু আপনাদের (গণমাধ্যম) জন্য। আপনারা খালি বলবেন, নির্বাচন হবে—আপনারাই যদি প্রচার করেন, মানুষের বিশ্বাস তৈরি হবে।”
তিনি আরও জানান, নির্বাচন পর্যবেক্ষণে বডি ক্যামেরা ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভোটকেন্দ্রে বডি ক্যামেরা থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...