Logo Logo

গোপালগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা


Splash Image

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং পুলিশ-সাংবাদিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে গোপালগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মো: হাবিবউল্লাহ এক পরিচিতি ও মতবিনিময় সভায় মিলিত হন।


বিজ্ঞাপন


সোমবার (৮ ডিসেম্বর) বিকাল ৩টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবউল্লাহ।

অনুষ্ঠানে পুলিশ সুপার জনাব মো: হাবিবউল্লাহ উপস্থিত সাংবাদিকবৃন্দের সাথে পরিচিত হন এবং গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

তিনি সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের বস্তুনিষ্ঠ লেখনী এবং তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করলে আমরা আরও কার্যকরভাবে কাজ করতে পারব।”

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক ও মোঃ সরোয়ার হোসেন।

মতবিনিময়কালে সাংবাদিকরা জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সমস্যা, যেমন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, যানজট নিরসন, এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের মতো বিষয়ে তাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ তুলে ধরেন। তারা জেলার সার্বিক উন্নয়নে পুলিশ প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

পুলিশ সুপার মহোদয় সাংবাদিকদের দেওয়া গুরুত্বপূর্ণ পরামর্শগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন এবং এসব বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন।

তিনি আরও বলেন, পুলিশের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং একটি নিরাপদ গোপালগঞ্জ গড়তে তাঁর প্রশাসন বদ্ধপরিকর।

সভায় উপস্থিত সাংবাদিকরা এমন একটি গঠনমূলক আলোচনার উদ্যোগ নেওয়ার জন্য পুলিশ সুপারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...