বিজ্ঞাপন
সোমবার (৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের একলাশপুর ফাজিল মাদরাসা মাঠে এ ঘটনা ঘটে।
একলাশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহিম চুন্নু জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বরকত উল্লাহ বুলু বিএনপির মনোনীত প্রার্থী। এ উপলক্ষে ৫নং ওয়ার্ডের নির্বাচনী পরিচালনা কমিটি গঠনের জন্য স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সোমবার বিকেলে একটি সভার আয়োজন করেন। সভায় প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত হন।
তিনি আরও বলেন, সভা চলাকালে হঠাৎ মুখোশ পরা ৫০–৬০ জন যুবক দলে দলে ঢুকে হামলা চালায়। একপর্যায়ে তারা বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোরশেদ সিরাজীকে কুপিয়ে আহত করার চেষ্টা করে। পরে তারা সভাস্থলে থাকা প্রায় পাঁচ শতাধিক চেয়ার ও মঞ্চ ভাংচুর করে পালিয়ে যায়। যাওয়ার সময় হামলাকারীরা হুমকি দিয়ে বলে—“এখানে কোনো সভা করা যাবে না।”
হামলাকারীদের পরিচয় প্রসঙ্গে অ্যাডভোকেট আব্দুর রহিম চুন্নু দাবি করেন, তারা নিষিদ্ধ ছাত্রলী–যুবলীগের ‘সম্রাট বাহিনী’ ও ‘খালাসি বাহিনী’র সদস্য। তিনি জানান, হামলাকারীদের কয়েকজনকে তিনি আদালত প্রাঙ্গণে আগে দেখেছেন। তাৎক্ষণিক পুলিশকে খবর দেওয়া হলেও ঘটনাস্থলে তারা আসেনি বলে অভিযোগ করেন তিনি।
বিষয়টি নিয়ে জানতে চাইলে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস বলেন, “নির্বাচনী কেন্দ্র কমিটি নিয়ে কিছুটা গন্ডগোল হয়েছে বলে শুনেছি। এর বেশি কিছু আমার জানা নেই।”
এ বিষয়ে জানতে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার মন্তব্য পাওয়া যায়নি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...