বিজ্ঞাপন
রোববার রাতে উদযাপন পরিষদের সদস্য সচিব ওয়াহিদ মিয়া কুটি জানান, রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তারা অনুপ্রাণিত। আগের ঘোষণা অনুযায়ী রোববার ছিল নিবন্ধনের শেষ দিন। তবে দেশ-বিদেশের প্রাক্তন শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ ও নানাবিধ কারণে সময়মতো রেজিস্ট্রেশন সম্পন্ন করতে না পারা শিক্ষার্থীদের অনুরোধে নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
ওয়াহিদ মিয়া কুটি বলেন, “বহু সাবেক শিক্ষার্থী দূর দূরান্ত থেকে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন। তাদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে রেজিস্ট্রেশনের সময় ১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার রাত ১২টা পর্যন্ত বাড়ানো হলো।”
তিনি আশা প্রকাশ করেন, সবার প্রাণবন্ত উপস্থিতিতে এবারের বর্ষপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান স্মৃতিময়, বর্ণিল ও আন্তরিকতার এক অনবদ্য মিলনমেলায় পরিণত হবে।
আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর দেশের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বর্ষপূর্তি উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী আয়োজনে থাকবে আনন্দ শোভাযাত্রা, স্মৃতিচারণ, স্থানীয় ও জাতীয় শিল্পীদের কবিতা, নৃত্য, সংগীত, বাঁশি সংগীত, কমেডি, জাদু প্রদর্শনী ও র্যাফেল ড্রসহ বিচিত্র আয়োজন।
সমাপনী সন্ধ্যায় থাকছেন নগর বাউল খ্যাত জেমসসহ দেশের শীর্ষ ব্যান্ড ও শিল্পীরা, যারা সঙ্গীত পরিবেশনার মাধ্যমে উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তুলবেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...