অভিযুক্ত যুবক মিঠুন মজুমদার।
বিজ্ঞাপন
গতকাল সোমবার (৮ ডিসেম্বর) উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হাজী কাইমুদ্দীন কান্দি গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
অভিযুক্ত মিঠুন মজুমদার একই এলাকার মৃত বিষ্ণু মজুমদারের ছেলে।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বেলা ১১টার দিকে শিশুটি বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বের হয়। দীর্ঘ সময় পরও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়েন। বিকেল ৪টার দিকে শিশুটি বাড়িতে ফিরে আসে এবং তাকে দেরির কারণ জিজ্ঞাসা করা হয়। শিশুটি জানায়, অভিযুক্ত মিঠুন তাকে আটকে রেখে পাশবিক নির্যাতন চালিয়েছে।
শিশুটির মুখে ঘটনার লোমহর্ষক বর্ণনা শুনে মুহূর্তেই বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন।
ক্ষুব্ধ জনতা তাৎক্ষণিকভাবে অভিযুক্ত মিঠুন মজুমদারের বাড়িতে গিয়ে তাকে আটক করে এবং গণধোলাই দেয়। খবর পেয়ে শিবচর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতার হাত থেকে মিঠুনকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, নির্যাতিত শিশুটিকে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে শারীরিক অবস্থার অবনতি এবং উন্নত চিকিৎসার প্রয়োজনে শিশুটিকে তাৎক্ষণিকভাবে মাদারীপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এমন পৈশাচিক ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা অবিলম্বে লম্পট মিঠুন মজুমদারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য অপরাধ করার সাহস না পায়।
এ বিষয়ে শিবচর থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মিঠুন মজুমদার বর্তমানে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান আছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...