Logo Logo

পটুয়াখালী- ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি হাবিবুর রহমানকে স্থায়ীভাবে বহিষ্কার


Splash Image

ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলার প্রধান উপদেষ্টা ও কলাপাড়ার সাবেক সভাপতি এবং পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি হাবিবুর রহমান হাওলাদারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় নেতৃত্ব।


বিজ্ঞাপন


সোমবার (৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে জেলা সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া লিখিত বক্তব্য পড়ে বহিষ্কারের ঘোষণা দেন।

তিনি জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় মোহতারাম আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)-এর নির্দেশে তাকে দলের সব পর্যায়ের সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের সঙ্গে সঙ্গে পটুয়াখালী-১ আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবেও তাকে বাতিল করা হয়। তার পরিবর্তে মাওলানা আলহাজ্ব আবুল হাসান বুখারীকে নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করে জেলা নেতৃত্ব।

সংবাদ সম্মেলনে জেলা সেক্রেটারি মাস্টার আব্দুল হাকিম, সহ-সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারিসহ দলীয় আরও নেতারা উপস্থিত ছিলেন।

অপরদিকে, একইদিন সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলনে মুফতি হাবিবুর রহমান নিজেই পটুয়াখালী-১ আসনের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেন। তবে কোন রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচন করবেন, সে বিষয়ে তিনি এখনও সিদ্ধান্ত জানাননি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...