বিজ্ঞাপন
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার সোহেল আহমেদ।
এর আগে, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিউ সুমন ম্যাট্রেস লেপ-তোষক কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। ওই সময় কারখানায় থাকা তিন শ্রমিক দ্রুত বের হয়ে প্রাণে রক্ষা পান। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে লেপ–তোষক কারখানার পাশাপাশি একটি চা দোকান, মুদি দোকান, ফার্মেসিসহ মোট নয়টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সুধারাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মাইজদী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সোহেল আহমেদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে নয়টি দোকানের প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...