Logo Logo

৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা


Splash Image

সমাজে নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে অনন্য ভূমিকার স্বীকৃতি হিসেবে চার বিশিষ্ট নারীকে রোকেয়া পদক প্রদান করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তাদের হাতে পদক তুলে দেন।

এবার যারা পদক পেলেন তারা হলেন– নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) রুভানা রাকিব, নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস ও নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর শিক্ষা, অধিকার ও সমান সুযোগ নিশ্চিত করতে এই চার নারী যে অসাধারণ ভূমিকা রেখে চলেছেন, তা সমাজে ইতিবাচক পরিবর্তনের দৃষ্টান্ত।

রোকেয়া দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় সরকার ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...