বিজ্ঞাপন
গতকাল সোমবার (৮ ডিসেম্বর, ২০২৫) রাতে মুকসুদপুর উপজেলার দিকনগর ইউনিয়নের দিকনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোয়াজ্জেম শিকদার (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে দিগনগর গ্রামের মোয়াজ্জেম শিকদারের বাড়িতে মোঃ মুন্না ফকির ও মোঃ হাসিব ফকির নামে দুই যুবক ডাব চুরি করতে যায়। গাছের মালিক মোয়াজ্জেম শিকদার বিষয়টি দেখে ফেলেন এবং তাদের ধরে ফেলেন। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে ওই দুই যুবক নিজেদের ছাড়িয়ে নিতে মোয়াজ্জেম শিকদারকে কিল-ঘুষি মারে এবং এক ধাক্কায় মাটিতে ফেলে দেয়।
গুরুতর আহত অবস্থায় বাড়ির লোকজন দ্রুত মোয়াজ্জেম শিকদারকে উদ্ধার করে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক রাকিব ইসলাম ওই ব্যক্তির মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, অভিযুক্ত দুই যুবক মুন্না ফকির ও হাসিব ফকিরকে এলাকাবাসী আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তারা বর্তমানে সিন্দিয়াঘাট পুলিশ হেফাজতে রয়েছে।
নিহত মোয়াজ্জেম শিকদারের লাশের ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ওই কর্মকর্তা জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...