Logo Logo

বিএনপি মনোনীত প্রার্থী সরদার সাখাওয়াত হোসেনের সাথে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময়


Splash Image

নরসিংদীর মনোহরদী উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি মনোহরদী-বেলাবো (নরসিংদী-৪) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বীরমুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।


বিজ্ঞাপন


সোমবার (৮ ডিসেম্বর) রাতে সরদার সাখাওয়াত হোসেনের নিজ বাসভবনে অনুষ্ঠিত শুভেচ্ছা ও কুশল বিনিময় অনুষ্ঠানে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয় এবং আগামী দিনের পথচলায় সফলতা কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নব-নির্বাচিত সভাপতি কামাল উদ্দীন বাদল, সাধারণ সম্পাদক খন্দকার সেলিম রেজা, সহ-সভাপতি তাজুল ইসলাম বাদল, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ এমরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আল-মুমিন হোসাইন সজিব, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন প্রধান, কবীর হোসেন, আল-আমিন, আব্দুর রাকিব, হিমেল মিয়াসহ অন্যান্য সদস্যবৃন্দ।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উভয় পক্ষ ভবিষ্যতে সাংবাদিকতা ও জনকল্যাণমূলক কাজে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...