Logo Logo

ফরিদপুরে ‌আন্তর্জাতিক ‌দুর্নীতি বিরোধী দিবস পালিত


Splash Image

ফরিদপুরে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন, আলোচনা সভা ও পরে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


আলোচনা সভার সভাপতিত্ব করেন সনাকের সভাপতি অধ্যাপিকা শিপ্রা রায়। সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি অধ্যাপক আলতাফ হোসেন, সহ-সভাপতি সাংবাদিক পান্না বালা, এবং সনাক সদস্য রেজাউল করিম। অনুষ্ঠানটি উপস্থাপন করেন ইয়েস আহ্বায়ক রিসালাতুন্নাহার। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন শিপ্রা গোস্বামী, গোবিন্দ বাগচী ও মৌমিতা হালদার।

বক্তারা দুর্নীতি প্রতিরোধে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। তারা বলেন, “দুর্নীতি দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে পদে পদে বাধাগ্রস্থ করে। তাই এটি প্রতিরোধ করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। একই সাথে, দুর্নীতিগ্রস্থ ব্যক্তিকে সামাজিকভাবে বয়কট করা প্রয়োজন।”

আলোচনা সভার পরে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন এলাকার সনাক সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...